আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২৬- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২১০৮
১৩১৮. (ক্রেতা-বিক্রেতার) খিয়ার কতক্ষণ পর্যন্ত থাকবে?
১৯৭৮. হাফস ইবনে উমর (রাহঃ) ......... হাকীম ইবনে হিযাম (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেন, যতক্ষণ ক্রেতা-বিক্রেতা বিচ্ছিন্ন না হবে ততক্ষণ তাদের খিয়ারের অধিকার থাকবে। আহমদ (রাহঃ) বাহয (রাহঃ) সূত্রে অতিরিক্ত বর্ণনা করেন যে, হাম্মাম (রাহঃ) বলেন, আমি আবু তাইয়্যাহ (রাহঃ)-কে এ হাদীস সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বললেন, আব্দুল্লাহ ইবনে হারিছ যখন এই হাদীসটি আবু খলীলকে বর্ণনা করেন, তখন আমি তার সঙ্গে ছিলাম।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন