আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২৬- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২০৮৯
১৩০৪. স্বর্নকার প্রসঙ্গে। তাউস (রাহঃ) ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলূল্লাহ্ (ﷺ) বলেছেন, মক্কার কাঁচা ঘাস কাটা যাবে না। আব্বাস (রাযিঃ) বললেন, কিন্তু ইযখির ঘাস ব্যতীত। কেননা তা মক্কাবাসীদের কর্মকারদের ও তাদের ঘরের কাজে ব্যবহৃত হয়। রাসূলূল্লাহ্ (ﷺ) বলেন, আচ্ছা, ইযখির ঘাস ব্যতীত।
১৯৫৯. আবদান (রাহঃ) ......... হুসাইন ইবনে আলী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, আলী (রাযিঃ) বলেছেন, (বদর যু্দ্ধের) গনিমতের মাল থেকে আমার অংশের একটি উটনী ছিল এবং রাসূলুল্লাহ (ﷺ) তাঁর খুমস্ থেকে একটি উটনী আমাকে দান করলেন। যখন আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কন্যা ফাতিমা (রাযিঃ) এর সঙ্গে বাসর রাত যাপনের ইচ্ছা করলাম, সে সময় আমি কায়নুকা গোত্রের একজন স্বর্ণকারের সাথে এই চুক্তি করেছিলাম যে, সে আমার সঙ্গে (জঙ্গলে) যাবে এবং ইযখির ঘাস বহন করে আনবে এবং তা স্বর্ণকারদের নিকট বিক্রি করে তার মূল্য দ্বারা আমার বিবাহের ওয়ালীমার ব্যবস্থা করব।


বর্ণনাকারী: