আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২৬- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২০৮৬
১৩০১. সুদদাতা। এ প্রসঙ্গে আল্লাহ্ তাআলার বাণীঃ হে মু’মিনগণ, তোমরা আল্লাহকে ভয় কর এবং সুদের যা বকেয়া আছে, তা ছেড়ে দাও। ........ কর্মফল পুরাপুরি দেওয়া হবে আর তাদের প্রতি কোনরূপ অন্যায় করা হবে না। (২:২৭৮-৭৮১) ইবনে আব্বাস (রাযিঃ) বলেন। এটিই শেষ আয়াত, যা রাসূলূল্লাহ্ (ﷺ) এর উপর নাযিল হয়েছে।
১৯৫৬. আবুল ওয়ালীদ (রাহঃ) ......... আওন ইবনে আবু জুহাইফা (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমার পিতাকে দেখেছি, তিনি এক গোলাম খরিদ করেন,যে শিঙ্গা লাগানোর কাজ করত। তিনি তার শিঙ্গার যন্ত্রপাতি সম্পর্কে নির্দেশ দিলেন এবং তা ভেঙ্গে ফেলা হল। আমি এ ব্যাপারে তাঁকে জিজ্ঞাসা করলে তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) কুকুরের মূল্য এবং রক্তের মূল্য গ্রহণ করতে নিষেধ করেছেন, আর দেহে দাগ দেওয়া ও লওয়া থেকে নিষেধ করেছেন। সুদ খাওয়া ও খাওয়ানো নিষেধ করেছেন আর ছবি অঙ্কনকারীর উপর লা‘নত করেছেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন