আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২৫- ই'তিকাফ অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২০৩২
১২৬২. রাতে ই’তিকাফ করা।
১৯০৪। মুসাদ্দাদ (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) সূত্রে বর্ণিত যে, উমর (রাযিঃ) নবী (ﷺ) কে জিজ্ঞাসা করেন যে, আমি জাহিলী যুগে মসজিদুল হারামে এক রাত ই’তিকাফ করার মান্নত করেছিলাম। তিনি (উত্তরে) বললেনঃ তোমার মান্নত পুরা কর।
