আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২৪- রোযার অধ্যায়

হাদীস নং: ১৮৭৫
আন্তর্জতিক নং: ২০০১

পরিচ্ছেদঃ ১২৫১. আশুরার দিনে রোযা পালন করা।

১৮৭৫। আবুল ইয়ামান (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) প্রথমে আশূরার দিনে রোযা পালনের নির্দেশ দিয়েছিলেন, পরে যখন রমযানের রোযা ফরয করা হল, তখন যার ইচ্ছা (আশূরার) রোযা পালন করত আর যার ইচ্ছা করত না।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন