আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২৪- রোযার অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৯৩১
১২০৮. রোযা পালনকারীর গোসল করা।
১৮০৮। ইসমা‘ঈল (রাহঃ) ......... আবু বকর ইবনে আব্দুর রহমান (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার পিতার সঙ্গে রওয়ানা হয়ে আয়িশা (রাযিঃ) এর নিকট পৌছলাম। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) সম্পর্কে সাক্ষ্য দিচ্ছি, তিনি ইহতিলাম ছাড়া স্ত্রী সহবাসের কারণে জুনুবী অবস্থায় সকাল পর্যন্ত থেকেছেন এবং এরপর রোযা পালন করেছেন। তারপর আমরা উম্মে সালামা (রাযিঃ) এর নিকট গেলাম। তিনিও অনুরূপ কথাই বললেন।
আবু জা‘ফর বলেন, আব্দুল্লাহ (রাহঃ) কে আমি জিজ্ঞাসা করলাম, কোনো ব্যক্তি রোযা ভঙ্গ করলে সে কি স্ত্রী সহবাসকারীর মত কাফফারা আদায় করবে? তিনি বললেন, না; তুমি কি সে হাদীসগুলো সম্পর্কে জান না ?যাতে বর্ণিত আছে যে, যুগ যুগ ধরে রোযা পালন করলেও তার কাযা আদায় হবে না।
আবু জা‘ফর বলেন, আব্দুল্লাহ (রাহঃ) কে আমি জিজ্ঞাসা করলাম, কোনো ব্যক্তি রোযা ভঙ্গ করলে সে কি স্ত্রী সহবাসকারীর মত কাফফারা আদায় করবে? তিনি বললেন, না; তুমি কি সে হাদীসগুলো সম্পর্কে জান না ?যাতে বর্ণিত আছে যে, যুগ যুগ ধরে রোযা পালন করলেও তার কাযা আদায় হবে না।
