আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২৪- রোযার অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৯২১
১২০২. সাহরী ও ফজরের নামাযের মাঝে ব্যবধানের পরিমাণ।
১৭৯৯। মুসলিম ইবনে ইবরাহীম (রাহঃ) ......... যায়দ ইবনে সাবিত (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে সাহরী খাই, এরপর তিনি নামাযের জন্য দাঁড়ান। বর্ণনাকারী বলেন, আমি জিজ্ঞাসা করলাম আযান ও সাহরীর মাঝে কতটুকু ব্যবধান ছিল? তিনি বললেন, পঞ্চাশ আয়াত (পাঠ করা) পরিমাণ।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন