আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২৩- মদীনা শরীফের ফযীলত

হাদীস নং: ১৭৬৯
আন্তর্জতিক নং: ১৮৯০

পরিচ্ছেদঃ পূর্বোক্ত পরিচ্ছেদ

১৭৬৯। ইয়াহয়া ইবনে বুকায়র (রাহঃ) ......... উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি এ বলে দুআ করতেন, হে আল্লাহ! আমাকে তোমার পথে শাহাদাত বরণ করার সুযোগ দান কর এবং আমার মৃত্যু তোমার রাসূলের শহরে দাও।
ইবনে যুরাঈ (রাহঃ) ......... হাফসা বিনতে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উমর (রাযিঃ) কে অনুরূপ বর্ণনা করতে শুনেছি।
হিশাম (রাহঃ) বলেন, যায়দ তাঁর পিতার সূত্রে হাফসা (রাযিঃ) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি উমর (রাযিঃ) কে বলতে শুনেছি।
আবু আব্দুল্লাহ (রাহঃ) বলেন, ‘’রাওহ তাঁর মায়ের সূত্রে এরূপ বলেছেন।‘’


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন