আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২৩- মদীনা শরীফের ফযীলত

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৮৮৩
১১৭৯. মদীনা অপবিত্র লোকদেরকে বহিষ্কার করে দেয়
১৭৬২। আমর ইবনে আব্বাস (রাহঃ) ......... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একজন বেদুঈন নবী (ﷺ) এর কাছে এসে ইসলামের উপর বায়’আত গ্রহণ করলো। পরদিন সে জ্বরাক্রান্ত অবস্থায় নবী (ﷺ) এর কাছে এসে বলল, আমার (বায়’আত) ফিরিয়ে নিন। নবী (ﷺ) তা প্রত্যাখান করলেন। এভাবে তিনবার হল। তারপর বললেনঃ মদীনা কামারের হাপরের মত, যা তাঁর আবর্জনা ও মরিচাকে দূরীভূত করে এবং খাঁটি ও নির্ভেজালকে পরিচ্ছন্ন করে।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন