আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২২- ওমরার অধ্যায়

হাদীস নং: ১৭২৭
আন্তর্জতিক নং: ১৮৪৬

পরিচ্ছেদঃ ১১৬০. মক্কা ও হারম শরীফে ইহরাম ব্যতীত প্রবেশ করা।

১৭২৭। আব্দুল্লাহ ইবনে ইউসুফ (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, মক্কা বিজয়ের বছর রাসূলুল্লাহ (ﷺ) লৌহ শিরস্ত্রাণ পরিহিত অবস্থায় (মক্কা) প্রবেশ করেছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) শিরস্ত্রাণটি মাথা থেকে খোলার পর এক ব্যক্তি এসে তাঁকে বললেন, ইবনে খাতাল কাবার গিলাফ ধরে আছে। তিনি বললেনঃ তাঁকে তোমরা হত্যা কর।*

*সে মুসলিম ছিল অতঃপর মুরতাদ হয়ে যায়। তার অধীনে দু'জন গায়িকা ছিল। তারা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিন্দায় সঙ্গীত পরিবেশন করত । এছাড়া সে তার নিজের একজন মুসলিম খাদেমকে হত্যা করেছিল।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন