আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২২- ওমরার অধ্যায়

হাদীস নং: ১৭২৩
আন্তর্জতিক নং: ১৮৪২

পরিচ্ছেদঃ ১১৫৭. চপ্পল না থাকা অবস্থায় মুহরিম ব্যক্তির জন্য মোজা পরিধান করা

১৭২৩। আহমদ ইবনে ইউনুস (রাহঃ) ......... ’আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত যে, মুহরিম ব্যক্তি কাপড় পরিধান করবে এ সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ) কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেনঃ মুহরিম ব্যক্তি জামা, পাগড়ী, পায়জামা, টূপি এবং জাফরান কিংবা ওয়ারস দ্বারা রঞ্জিত কাপড় ব্যবহার করতে পারবে না। যদি তাঁর চপ্পল না থাকে তাহলে মোজা পরবে, তবে মোজা দু’টি পায়ের গিরার নিচ থেকে কেটে নিবে।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন