আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২২- ওমরার অধ্যায়

হাদীস নং: ১৭১৮
আন্তর্জতিক নং: ১৮৩৭

পরিচ্ছেদঃ ১১৫৪. ইহরাম অবস্থায় বিবাহ করা

১৭১৮। আবুল মুগীরা আব্দুল কুদ্দুস ইবনে হাজ্জাজ (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন যে, নবী (ﷺ) ইহরাম অবস্থায় মায়মুনা (রাযিঃ)-কে বিবাহ করেছেন।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন