আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২২- ওমরার অধ্যায়
হাদীস নং: ১৭১৭
আন্তর্জতিক নং: ১৮৩৬
পরিচ্ছেদঃ ১১৫৩. মুহরিমের জন্য সিংগা লাগানো।
১৭১৭। খালিদ ইবনে মাখলাদ (রাহঃ) ......... ইবনে বুহায়না (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) ইহরাম বাধা অবস্থায় ‘লাহইয়ে জামাল’ নামক স্থানে তাঁর মাথার মধ্যখানে শিঙ্গা লাগিয়েছিলেন।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন