আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২২- ওমরার অধ্যায়

হাদীস নং: ১৭১৬
আন্তর্জতিক নং: ১৮৩৫

পরিচ্ছেদঃ ১১৫৩. মুহরিমের জন্য সিংগা লাগানো।
ইবনে উমর (রাযিঃ) তাঁর ছেলেকে ইহরাম অবস্থায় লোহা গরম করে দাগ দিয়েছিলেন। মুহরিম সুগন্ধিবিহীন ঔষধ ব্যবহার করতে পারে।

১৭১৬। আলী ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইহরাম অবস্থায় শিঙ্গা লাগিয়েছেন। অপর এক সূত্রে সুফিয়ান (রাহঃ) ইবনে আব্বাস (রাযিঃ) থেকে হাদীসটি বর্ণনা করেন।
বর্ণনাকারী বলেন, আমি বললাম, এ হাদীসটি আমর (রাহঃ) আতা এবং তাউস (রাহঃ) উভয় থেকে শুনেছেন।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন