আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২২- ওমরার অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৮২৬
১১৪৯. মুহরিম ইহরাম অবস্থায় কি কি প্রাণী বধ করতে পারে
১৭০৯। আব্দুল্লাহ ইবনে ইউসুফ (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেনঃ পাঁচ প্রকার প্রাণী হত্যা করা মুহরিমের জন্য দূষনীয় নয়।
আব্দুল্লাহ ইবনে দীনার ও মুসাদ্দাদ (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) বলেন, নবী (ﷺ) এর সহধর্মিণীগণের একজন নবী (ﷺ) থেকে বর্ণনা করেন যে মুহরিম ব্যক্তি (নির্দিষ্ট) প্রাণী হত্যা করতে পারবে।
আসবাগ ইবনে ফারাজ (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) এর সূত্রে হাফসা (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ পাঁচ প্রকার প্রাণী হত্যা করাতে তাঁর কোন দোষ নেই। (যেমন) কাক, চিল, ইঁদুর, বিচ্ছু ও পাগলা কুকুর।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন