আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২২- ওমরার অধ্যায়
হাদীস নং: ১৬৮৫
আন্তর্জতিক নং: ১৮০২
পরিচ্ছেদঃ ১১২৮. মদীনা পৌছে যে ব্যক্তি তার উটনী দ্রুত চালায়
১৬৮৫। সা’ঈদ ইবনে আবু মারয়াম (রাহঃ) ......... হুমায়দ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি আনাস (রাযিঃ) কে বলতে শুনেছেন, রাসূলুল্লাহ (ﷺ) সফর থেকে ফিরে যখন মদীনার উঁচু রাস্তাগুলো দেখতেন তখন তিনি তাঁর উটনী দ্রুতগতিতে চালাতেন তার বাহন অন্য জানোয়ার হলে তিনি তাকে তাড়া দিতেন।
আবু আব্দুল্লাহ (রাহঃ) বলেন, হারিস ইবনে উমায়র হুমায়দ (রাহঃ) সূত্রে তাঁর বর্ণনায় আরো বাড়িয়ে বলেছেন, মদীনার মহব্বতে তিনি বাহনকে দ্রুত চালিত করতেন।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন