আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২২- ওমরার অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৭৮১
১১১৪. নবী (ﷺ) কতবার উমরা করেছেন
১৬৬৬। আহমদ ইবনে উসমান (রাহঃ) ......... মাসরুক, আতা ও মুজাহিদ (রাহঃ) থেকে বর্ণিত, তারা বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যিলকদ মাসে হজ্জের আগে উমরা করেছেন।
রাবী বলেন, আমি বারা’ ইবনে আযিব (রাযিঃ)-কে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ (ﷺ) হজ্জ করার আগে দু’বার যিলকদ মাসে উমরা করেছেন।
রাবী বলেন, আমি বারা’ ইবনে আযিব (রাযিঃ)-কে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ (ﷺ) হজ্জ করার আগে দু’বার যিলকদ মাসে উমরা করেছেন।
