আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২২- ওমরার অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৭৮০
১১১৪. নবী (ﷺ) কতবার উমরা করেছেন
১৬৬৫। হুদবা ইবনে খালিদ (রাহঃ) ......... হাম্মাম (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) চারটি উমরা করেছেন। তন্মধ্যে হজ্জের মাসে যে উমরা করেছেন তা ছাড়া বাকী সব উমরাই যিলকদ মাসে করেছেন অর্থাৎ হুদায়বিয়ার উমরা, পরবর্তী বছরের উমরা, জী’রানার উমরা যেখানে তিনি হুনায়নের মালে গনিমত বন্টন করেছিলেন এবং হজ্জের মাসে আদায়কৃত উমরা।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন