আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ১৬৫৬
আন্তর্জতিক নং: ১৭৬৯
পরিচ্ছেদঃ ১১০৯. মক্কা থেকে ফিরার সময় যু-তুয়া উপত্যকায় অবতরণ করা।
মুহাম্মাদ ইবনে ‘ঈসা (রাহঃ)... ইবনে উমর (রাযিঃ) বর্ণিত যে, তিনি যখনই মক্কা আসতেন তখনই যু-তুয়া উপত্যকায় রাত যাপন করতেন। আর সকাল হলে (মক্কায়) প্রবেশ করতেন। ফিরার সময়ও তিনি যু-তুয়ার দিকে যেতেন এবং সেখানে ভোর পর্যন্ত অবস্থান করতেন। ইবনে উমর (রাযিঃ) বলতেন যে, নবী (ﷺ) এরূপ করতেন।
পরিচ্ছেদঃ ১১১০. (হজ্জের) মৌসুমে ব্যবসা করা এবং জাহিলী যুগের বাজারে বেচা-কেনা।
মুহাম্মাদ ইবনে ‘ঈসা (রাহঃ)... ইবনে উমর (রাযিঃ) বর্ণিত যে, তিনি যখনই মক্কা আসতেন তখনই যু-তুয়া উপত্যকায় রাত যাপন করতেন। আর সকাল হলে (মক্কায়) প্রবেশ করতেন। ফিরার সময়ও তিনি যু-তুয়ার দিকে যেতেন এবং সেখানে ভোর পর্যন্ত অবস্থান করতেন। ইবনে উমর (রাযিঃ) বলতেন যে, নবী (ﷺ) এরূপ করতেন।
পরিচ্ছেদঃ ১১১০. (হজ্জের) মৌসুমে ব্যবসা করা এবং জাহিলী যুগের বাজারে বেচা-কেনা।
১৬৫৬। উসমান ইবনে হায়সাম (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, জাহিলী যুগে যুল-মাজায ও উকায লোকদের ব্যবসা কেন্দ্র ছিল। ইসলাম আসার পর মুসলিমগণ যেন তা অপছন্দ করতে লাগল, অবশেষে এ আয়াত নাযিল হয়ঃ ‘তোমাদের প্রতিপালকের অনুগ্রহ সন্ধান করাতে তোমাদের কোন পাপ নেই হজ্জের মৌসুমে’ (২ঃ ১৯৮)।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন