আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৭৬৮
১১০৮. মক্কায় প্রবেশের আগে যু-তুয়াতে অবতরণ এবং মক্কা থেকে প্রত্যাবর্তনের সময় যুল হুলাইফার বাতহাতে অবতরণ
১৬৫৫। আব্দুল্লাহ ইবনে আব্দুল ওয়াহহাব (রাহঃ) সূত্রে খালিদ ইবনে হারিস (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, উবাইদুল্লাহ (রাহঃ) কে মুহাসসাব সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, তিনি নাফি’ (রাহঃ) থেকে আমাদের কাছে বর্ণনা করলেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ), উমর ও ইবনে উমর (রাযিঃ) সেখানে অবতরণ করেছেন। নাফি’ (রাহঃ) থেকে আরো বর্ণিত রয়েছে যে, ইবনে উমর (রাযিঃ) মুহাসসাবে যোহর ও আসরের নামায আদায় করতেন। আমার মনে হচ্ছে, তিনি মাগরিবের কথাও বলেছেন। খালিদ (রাহঃ) বলেন, ইশা সম্পর্কে আমার কোন সন্দেহ নেই এবং তিনি সেখানে কিছুক্ষণ নিদ্রা যেতেন। এ কথা ইবনে উমর (রাযিঃ) নবী (ﷺ) থেকেই বর্ণনা করতেন।
