আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ১৫৯৭
আন্তর্জতিক নং: ১৭০৫
পরিচ্ছেদঃ ১০৭২. পশমের তৈরি কিলাদা
১৫৯৭। আমর ইবনে আলী (রাহঃ) ......... উম্মুল মু'মিনীন [আয়িশা (রাযিঃ)] থেকে বর্ণিত, তিনি বলেন, আমার কাছে যে পশম ছিল আমি তা দিয়ে কিলাদা পাকিয়ে দিয়েছি।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন