আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ১৫৯৬
আন্তর্জতিক নং: ১৭০৪
পরিচ্ছেদঃ ১০৭১. বকরীর গলায় কিলাদা পরানো
১৫৯৬। আবু নু’আইম (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ) এর কুরবানীর পশুর কিলাদা পাকিয়ে দিয়েছি, তাঁর ইহরাম বাঁধার আগে।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন