আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ১৫৭৫
আন্তর্জতিক নং: ১৬৮০

পরিচ্ছেদঃ ১০৫৯. যারা পরিবারের দুর্বল লোকদের রাতে আগে পাঠিয়ে দিয়ে মুযদালিফায় উকুফ করে ও দুআ করে এবং চাঁদ ডুবে যাওয়ার পর আগে পাঠাবে

১৫৭৫। মুহাম্মাদ ইবনে কাসীর (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, সাওদা (রাযিঃ) মুযদালিফার রাতে (মিনা যাওয়ার জন্য) নবী (ﷺ) এর নিকট অনুমতি চাইলে তিনি তাঁকে অনুমতি দেন। সাওদা (রাযিঃ) ছিলেন ভারী ও ধীরগতি মহিলা।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন