আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৬০৮
১০১৯. যে কেবল দুই ইয়ামানী রুকনকে ইস্তিলাম করে।
মুহাম্মাদ ইবনে বকর (রাহঃ) ... আবুশ-শা’সা (রাহঃ) সূত্রে বর্ণিত, তিনি বলেন, কে আছে বায়তুল্লাহর কোন অংশ (কোন রুকনের ইস্তিলাম) ছেড়ে দেয়; মুআবিয়া (রাযিঃ) (চার) রুকনের ইস্তিলাম করতেন। ইবনে আব্বাস (রাযিঃ) তাকে বললেন, ইয়ামানী দু’রুকন-এর ইস্তিলাম করি না। তখন মুআবিয়া (রাযিঃ) তাকে বললেন, বায়তুল্লাহর কোন অংশই বাদ দেওয়া যেতে পারে না।
আব্দুল্লাহ ইবনে যুবাইর (রাযিঃ) সব কয়টি রুকন ইস্তিলাম করতেন।
১৫১৩। আবুল ওলীদ (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ)-কে কেবল ইয়ামানী দু’ রুকনকে ইস্তিলাম করতে দেখেছি।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন