আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৬০৭
১০১৮. ছড়ির মাধ্যমে হাজরে আসওয়াদ ইস্তিলাম করা
১৫১২। আহমদ ইবনে সালিহ ও ইয়াহয়া ইবনে সুলাইমান (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, বিদায় হজ্জের সময় নবী (ﷺ) উটের পিঠে আরোহণ করে তাওয়াফ করার সময় ছড়ির মাধ্যমে হাজরে আসওয়াদ ইস্তিলাম করেন। দারাওয়ার্দী (রাহঃ) হাদীস বর্ণনায় ইউনুস (রাহঃ) এর অনুসরণ করে ইবনু আখিয যুহরী (রাহঃ) সূত্রে তার চাচা (যুহরী) (রাহঃ) থেকে রিওয়ায়াত করেছেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন