আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৬০৬
১০১৭. হজ্জ ও উমরায় (তাওয়াফে) রমল করা
১৫১১। মুসাদ্দাদ (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, যখন থেকে রাসূলুল্লাহ (ﷺ) কে (তাওয়াফ করার সময়) এ দু’টি রুকন ইসতিলাম করতে দেখেছি, তখন থেকে ভীড় থাকুক বা নাই থাকুক কোন অবস্থাতেই এ দু’ এর ইসতিলাম করা বাদ দেইনি। [রাবী উবাইদুল্লাহ (রাহঃ) বলেন] আমি নাফি’কে (রাহঃ) জিজ্ঞাসা করলাম, ইবনে উমর (রাযিঃ) কি ঐ দু’রুকনের মধ্যবর্তী স্থানে স্বাভাবিক গতিতে চলতেন? তিনি বললেন, সহজে ইস্তিলাম করার উদ্দেশ্যে তিনি (এতদুভয়ের মাঝে) স্বাভাবিকভাবে চলতেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন