আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ১৪৭৫
আন্তর্জতিক নং: ১৫৬৯

পরিচ্ছেদঃ ৯৯৪. তামাত্তু, কিরান ও ইফরাদ হজ্জ করা এবং যার সাথে কুরবানীর পশু নেই তার জন্য হজ্জের ইহরাম ছেড়ে দেওয়া।

১৪৭৫। কুতায়বা ইবনে সা‘ঈদ (রাহঃ) ......... সা‘ঈদ ইবনে মুসায়্যাব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, উসফান নামক স্থানে অবস্থানকালে আলী ও উসমান (রাযিঃ) এর মধ্যে হজ্জে তামাত্তু‘ করা সম্পর্কে পরস্পরে দ্বিমত সৃষ্টি হয়। আলী (রাযিঃ) উসমান (রাযিঃ) কে লক্ষ্য করে বললেন, রাসূলুল্লাহ (ﷺ) যে কাজ করেছেন, আপনি কি তা থেকে বারণ করতে চান? উসমান (রাযিঃ) বললেন, আমাকে আমার অবস্থায় থাকতে দিন। আলী (রাযিঃ) এ অবস্থা দেখে তিনি হজ্জ ও উমরা উভয়ের ইহরাম বাঁধেন।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন

সহীহ বুখারী - হাদীস নং ১৪৭৫ | মুসলিম বাংলা