আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ১৪৬৯
আন্তর্জতিক নং: ১৫৬৩

পরিচ্ছেদঃ ৯৯৪. তামাত্তু, কিরান ও ইফরাদ হজ্জ করা এবং যার সাথে কুরবানীর পশু নেই তার জন্য হজ্জের ইহরাম ছেড়ে দেওয়া।

১৪৬৯। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... মারওয়ান ইবনে হাকাম (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উসমান ও আলী (রাযিঃ) কে (উসফান নামক স্থানে) দেখেছি, উসমান (রাযিঃ) তামাত্তু (হজ্জ ও উমরা একত্রে) আদায় করতে নিষেধ করতেন। আলী (রাযিঃ) এ অবস্থা দেখে হজ্জ ও উমরার ইহরাম একত্রে বেঁধে তালবিয়া পাঠ করেন - لَبَّيْكَ بِعُمْرَةٍ وَحَجَّةٍ (হে আল্লাহ! আমি উমরা ও হজ্জ-এর ইহরাম বেঁধে হাযির হলাম) এবং বললেন, কারো কথায় আমি নবী (ﷺ) এর সুন্নত বর্জন করতে পারব না।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন