আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ১৪৫১
আন্তর্জতিক নং: ১৫৪৪
পরিচ্ছেদঃ ৯৮২. হজ্জের সফরে বাহনে একাকী আরোহণ করা ও অপরের সাথে আরোহণ করা।
১৪৫১। আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদ (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, আরাফা থেকে মুযদালিফা পর্যন্ত একই বাহনে নবী (ﷺ) এর পিছনে উসামা ইবনে যায়দ (রাযিঃ) উপবিষ্ট ছিলেন। এরপর মুযদালিফা থেকে মিনা পর্যন্ত ফযল [ইবনে আব্বাস (রাযিঃ)]-কে তাঁর পিছনে আরোহণ করান। ইবনে আব্বাস (রাযিঃ) বলেন, তাঁরা উভয়েই বলেছেন, নবী (ﷺ) জামরা আকাবায় কংকর নিক্ষেপ করা পর্যন্ত তালবিয়া পাঠ করছিলেন।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন