আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২০- যাকাতের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৫১০
৯৫৮. ঈদের নামাযের পূর্বেই সাদ্কাতুল ফিতর আদায় করা।
১৪২২। মু’আয ইবনে ফাযালা ......... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী (ﷺ) এর যুগে ঈদের দিন এক সা’ পরিমাণ খাদ্য সাদ্কাতুল ফিতর হিসাবে আদায় করতাম। আবু সা’ঈদ (রাযিঃ) বলেন, আমাদের খাদ্যদ্রব্য ছিল যব, কিসমিস, পনির ও খেজুর।


বর্ণনাকারী: