আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২০- যাকাতের অধ্যায়
হাদীস নং: ১৪২০
আন্তর্জতিক নং: ১৫০৮
পরিচ্ছেদঃ ৯৫৭. (সাদ্কাতুল ফিতর) এক সা’ পরিমাণ কিসমিস।
১৪২০। আব্দুল্লাহ ইবনে মুনীর (রাহঃ) ......... আবু সা’ঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী (ﷺ) এর যুগে এক সা’ খাদ্যদ্রব্য বা এক সা’ খেজুর বা এক সা’ যব বা এক সা’ কিসমিস দিয়ে সাদ্কাতুল ফিতর আদায় করতাম। মুআবিয়া (রাযিঃ) এর যুগে যখন গম আমদানী হল, তখন তিনি বললেন, এক মুদ গম (পূর্বোক্তগুলোর) দু’মুদের সমপরিমাণ বলে আমার মনে হয়।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন