আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২- ইলমের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৩৩
৯৪। মসজিদে ইলম ও মাসআলা-মাসাইলের আলোচনা করা
১৩৩। কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ এক ব্যক্তি মসজিদে দাঁড়িয়ে বলল, ‘ইয়া রাসুলাল্লাহ! আপনি আমাদের কোথা থেকে ইহরাম বাঁধার নির্দেশ দেন?’ রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ মদীনাবাসী ইহরাম বাঁধবে ‘যু’ল-হুলায়কা’ থেকে, সিরিয়াবাসী, ইহরাম বাঁধবে ‘জুহফা’ থেকে এবং নাজদবাসী ইহরাম বাঁধবে ‘করন’ থেকে। ইবনে উমর (রাযিঃ) বলেন, অন্যরা বলেন যে, রাসূলুল্লাহ (ﷺ) এও বলেছেনঃ এবং ইয়ামানবাসী ইহরাম বাঁধবে ‘ইয়ালামলাম’ থেকে। ইবনে উমর (রাযিঃ) বলেছেন, এ কথাটি আমি রাসূলুল্লাহ (ﷺ) থেকে বুঝে নিতে পারিনি।
