আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২০- যাকাতের অধ্যায়
হাদীস নং: ১৩৩১
আন্তর্জতিক নং: ১৪১৪
পরিচ্ছেদঃ ৮৯০. ফেরত দেয়ার পূর্বেই সাদ্কা করা।
১৩৩১। মুহাম্মাদ ইবনে আলা (রাহঃ) ......... আবু মুসা (আশ’আরী) (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেন, মানুষের উপর অবশ্যই এমন এক সময় আসবে যখন লোকেরা সাদ্কার সোনা নিয়ে ঘুরে বেড়াবে কিন্তু একজন গ্রহীতাও পাবে না। পুরুষের সংখ্যা হ্রাস পাওয়ায় এবং নারীর সংখ্যা বৃদ্ধির ফলে চল্লিশজন নারী একজন পুরুষের অনুগমন করবে এবং তার আশ্রয়ে আশ্রিতা হবে।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন