আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
১৯- জানাযার অধ্যায়
হাদীস নং: ১২১৪
আন্তর্জতিক নং: ১২৯১
পরিচ্ছেদঃ ৮১৬. মৃতের জন্য বিলাপ অপছন্দনীয়।
উমর (রাযিঃ) বলেন, আবু সুলাইমান (খালিদ ইবনে ওয়ালীদ রাযিঃ) এর জন্য তার (পরিবার পরিজনকে) কাঁদতে দাও। যতক্ষণ نَقْعٌ (নাক') কিংবা لَقْلَقَةٌ (লাকলাকা) না হয়। নাক' হল, মাথায় মাটি নিক্ষেপ, আর লাকলাকা হল চিৎকার।
উমর (রাযিঃ) বলেন, আবু সুলাইমান (খালিদ ইবনে ওয়ালীদ রাযিঃ) এর জন্য তার (পরিবার পরিজনকে) কাঁদতে দাও। যতক্ষণ نَقْعٌ (নাক') কিংবা لَقْلَقَةٌ (লাকলাকা) না হয়। নাক' হল, মাথায় মাটি নিক্ষেপ, আর লাকলাকা হল চিৎকার।
১২১৪। আবু নু’আইম (রাহঃ) ......... মুগীরা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ) কে বলতে শুনেছি যে, আমার প্রতি মিথ্যা আরোপ করা অন্য কারো প্রতি মিথ্যা আরোপ করার মত নয়। যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করে, সে যেন অবশ্যই তার ঠিকানা জাহান্নামে করে নেয়। (মুগীরা (রাযিঃ) আরও বলেছেন,) আমি নবী (ﷺ) কে আরও বলতে শুনেছি, যে (মৃত) ব্যক্তির জন্য বিলাপ করা হয়, তাকে বিলাপকৃত বিষয়ের উপর আযাব দেওয়া হবে।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন