আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

১৮- তাহাজ্জুদ - নফল নামাযের অধ্যায়

হাদীস নং: ১১৩৫
আন্তর্জতিক নং: ১২০৮

পরিচ্ছেদঃ ৭৬৫. নামাযে সিজদার জন্য কাপড় বিছানো ।

১১৩৫। মুসাদ্দাদ (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, প্রচণ্ড গরমে আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে নামায আদায় করতাম। আমাদের কেউ মাটিতে তার চেহারা (কপাল) স্থির রাখতে সক্ষম না হলে সে তার কাপড় বিছিয়ে তার উপর সিজদা করত।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন