আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
১৮- তাহাজ্জুদ - নফল নামাযের অধ্যায়
হাদীস নং: ১০৭৬
আন্তর্জতিক নং: ১১৪৩
পরিচ্ছেদঃ ৭২৬. রাতের বেলা নামায আদায় না করলে গ্রীবাদেশে শয়তানের গ্রন্থি বেধে দেয়া।
১০৭৬। মুআম্মাল ইবনে হিশাম (রাহঃ) ......... সামুরা ইবনে জুনদুব (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি তাঁর স্বপ্ন বর্ণনার এক পর্যায়ে বলেছেন, যে ব্যক্তির মাথা পাথর দিয়ে বিচূর্ণ করা হচ্ছিল, সে হল ঐ লোক যে কুরআন মাজীদ শিখে তা পরিত্যাগ করে এবং ফরয নামায আদায় না করে ঘুমিয়ে থাকে।**
** হাদীসখানা এখানে অংশ বিশেষ উল্লিখিত হয়েছে, পূর্ণাঙ্গ হাদীস রয়েছে كتاب الجنائز - এ।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন