আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

১৮- তাহাজ্জুদ - নফল নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৭১
আন্তর্জতিক নং: ১১৩৮

পরিচ্ছেদঃ ৭২৪. নবী (ﷺ) এর নামায কিরূপ ছিল এবং রাতে তিনি কত রাকাআত নামায আদায় করতেন?

১০৭১। মুসাদ্দাদ (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) এর নামায ছিল তের রাকআত অর্থাৎ রাতে। (তাহাজ্জুদ ও বিতরসহ)।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন