আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

১৭- নামাযে কসরের অধ্যায়

হাদীস নং: ১০৪১
আন্তর্জতিক নং: ১১০৫

পরিচ্ছেদঃ ৭০৬. সফরে ফরয নামাযের আগে ও পরে নফল আদায় করা।

১০৪১। আবুল ইয়ামান (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) (সফরে) তাঁর বাহনের পিঠে এর গতিমুখী হয়ে মাথার দ্বারা ইশারা করে নফল নামায আদায় করতেন। আর ইবনে উমর (রাযিঃ)-ও তা করতেন।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন