প্রবন্ধ
হযরত মাওলানা মুহাম্মদ ইউসুফ রাহ. তালেবে ইলম যামানায় অনেক বেশী মেহনত করেছেন। মুতালাআ এবং অধ্যায়েনের মাঝে ডুবে থাকতেন। অর্ধরাত পর্যন্ত পড়াশুনায় মগ্ন থাকা সাধারণ ছিল বিষয়। শুরু থেকেই লেখালেখির আগ্রহ ছিলো এই জন্যই তালিবে ইলম-জীবনেই হাদীস বর্ণনাকারী ও তাবেয়ীদের আহওয়াল এবং তাদের পরিচয় ও জীবনীর উপর মেহনত আরম্ভ করেছিলেন। বিভিন্ন ইলম ও ফনের বিশেষত হাদীস ও ফিকহের কিতাব সংগ্রহ করার প্রচুর আগ্রহ ছিল। দিল্লীর কিতাব ব্যবসায়ী এবং বিভিন্ন কুতুবখানার সাথে সব সময় যোগাযোগ রাখতেন। ভালো ও মুফিদ কিতাব পাওয়া মাত্রই খরিদ করে নিতেন। কখনও কখনও নিজের সংগৃহীত কিতাব সম্পর্কে হযরত শাইখ যাকারিয়া রাহ.কে অবগত করতেন এবং তার কুতুবখানার জন্যও সংগ্রহ করার জন্য সুপারিশ করতেন। এ ধরনের একটি চিঠি এখানে পেশ করা হল। এই চিঠি লেখার সময় তার বয়স ছিল ষোল বছর।
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ
আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি এবং আল্লাহর কাছে কামনা করি আপনিও ভালো থাকুন। পর সংবাদ এই যে, আমি আজ দিল্লীর আসাহহুল মাতবে’ থেকে মুসলিম শরীফের একটি নুসখা, যার হাশিয়াতে ইমাম নববীর অতুলনীয় শরাহটি রয়েছে, পাঁচ রুপি দিয়ে খরিদ করেছি। আগামী রবিবারের মধ্যে এর মূল্য আট রুপি হয়ে যাবে। যদি মুনাসিব মনে করেন, তাহলে আপনার কুতুবখানার জন্যও সংগ্রহ করতে পারেন। মিশকাত শরীফও ছাপা হয়েছে, যার মূল্য দুই রুপি এবং বাইযাবি শরীফ ছাপা হয়েছে, মূল্য দুই রুপি, তিবী, বুখারি শরীফ এর মূল্য পাঁচ রুপি আট আনা, জালালাইন দুই রুপি। এখন যদি আপনি মুনাসিব মনে করেন তাহলে সংগ্রহ করতে পারেন। আর যদি মুনাসিব মনে না করেন তাহলে নাও নিতে পারেন। আপনার ভালো-মন্দ আমাকে জানাবেন এবং চাচাজানের খেদমতে আমার সালাম পেশ করে দুআর কথা বলবেন। মাওলানা আব্দুল কাদের ছাহেবের খেদমতে সালাম পেশ করে দুআর কথা বলবেন। অন্য সবাই ভালো আছে। ভাবীকে আমার সালাম দিবেন এবং আমার জন্য দুআ করবেন। আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়র দান করুন।
বান্দা মুহাম্মদ ইউসুফ
৭-৩-১৯৩২ ঈ., জুমাবার
মন্তব্য (...)
এ সম্পর্কিত আরও প্রবন্ধ
ইলমে দীন ও আধুনিক শিক্ষার সমন্বয় ভাবনা
[প্রদত্ত বয়ান থেকে সংগৃহীত] আল্লাহ রাব্বুল আলামীন ইরশাদ করেন,اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعم...
সময়ের হেফাযত ও রুটিন মাফিক অধ্যয়নের গুরুত্ব
মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ হল সময়। সময় রহস্যের অতলে লুকিয়ে আছে মানুষের ভাঙ্গা-গড়ার অনেক ইতিহাস, মুহূর...
শরয়ী বিধানে প্রাণীর ছবি (পর্ব তিন)
ডিজিটাল ফটোর শরয়ী বিধান অ্যানালগ ক্যামেরায় তোলা ছবি ফিতা বা রিবনের মধ্যে চিত্রায়িত হয়, এ ধরনের ছবি ক...
শরয়ী বিধানে প্রাণীর ছবি (পর্ব দুই)
ইমাম নববী রহ.বলেন, قال الزهري: النهي في الصورة على العموم وكذلك استعمال ما هي فيه ইমাম যুহরী রহ. বলে...
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন