
মুসলিম বিবাহ
পবিত্র বন্ধনের সূচনা হোক সহজ ও সুন্দরভাবে
বায়োডাটা তৈরি
সহজ ফর্মে আপনার বায়োডাটা তৈরি করুন
পাত্র-পাত্রী খুঁজুন
আপনার উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে নিন
আজকের মাসআলা
আপনার প্রশ্ন (১১২৬৫৯) হাদিয়ার কুরবানীর মাংস টাকার বিনিময়ে ছাত্রদের খাওয়ানো!
উত্তরঃ
সম্মানিত প্রশ্নকারী!
আমাদের দেশে যেসকল মাদরাসায় কুরবানীর গোশত দেওয়া হয় সাধারণত সেগুলো এতিমখানা বা লিল্লাহ বোর্ডিংসম্বলিত মাদরাসা। এই মাদরাসাগুলোতে যারা পড়েন-থাকেন-খাবার গ্রহন করেন তাদের একটা বড় অংশই বিনামূল্যে থাকা-খাওয়া-পড়াশোনা করেন।
আর আরেকটা শ্রেণী আছে যারা আংশিক খরচ দিয়ে মাদরাসায় পড়াশোনা করেন। উপরোক্ত উভয় শ্রেণীর শিক্ষার্থীদের ভরণপোষণের আংশিক ব্যয়ভার তাদের নিজেদের দেওয়া টাকায় হয় এবং অবশিষ্ট খরচ জনসাধারণের দেওয়া দান, সদাকা, কুরবানীর চামড়া বিক্রিলব্ধ টাকা থেকে হয়। মাদ্রাসায় এই দুই শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা অন্তত ৮০ শতাংশ। বাস্তব সংখ্যা এরচেয়েও বেশী হবে। কাজেই এখানে যারা টাকা দিয়ে খাবার খায় তারা বাস্তব খরচ থেকে অনেক কম দিয়েই খেয়ে থাকে। এবং কর্তৃপক্ষও এজন্য কম রাখতে পারে যেহেতু তাদের খরচের অবশিষ্ট অংশ জনসাধারণ থেকে আসে। কাজেই তাদের কুর...
উত্তর দিয়েছেন: সাইদুজ্জামান কাসেমি
উস্তাজুল ইফতা ওয়াল হাদিস,
জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
উস্তাজুল ইফতা ওয়াল হাদিস,
জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
আজকের হাদীস
টিডিড বা ফড়িং খাওয়ার ব্যাপারে অধিকার দেয়া হয়েছে।
قَالَ: سَمِعْتُ عَائِشَةَ بِنْتَ عَجْرَدٍ، تَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَكْثَرُ جُنْدِ اللَّهِ فِي الْأَرْضِ الْجَرَادُ، لَا آكُلُهُ وَلَا أُحَرِّمُهُ»
হাদীস নং- ৪০২
হযরত আয়েশা বিনতে আজরদ (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ভূপৃষ্ঠের উপর আল্লাহ তা'আলার সবচেয়ে বড় বাহিনী হলো টিড্ডি বা ফড়িং। আমি তা নিজে খাই না এবং তা হারামও করি না। - (মুসনাদে আবু হানিফা রহঃ - হাদীস নং: ৪০২)