হে মুমিনগণ! মুশরিকরা তো আপাদমস্তক অপবিত্র। ২৩ সুতরাং এ বছরের পর যেন তারা মসজিদুল হারামের নিকটেও না আসে ২৪ এবং (হে মুসলিমগণ!) তোমরা যদি দারিদ্র্যের ভয় কর, তবে (জেনে রেখ), আল্লাহ চাইলে নিজ অনুগ্রহে তোমাদেরকে (মুশরিকদের থেকে) বেনিয়ায করে দেবেন। ২৫ নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।